আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গাত্তি আর নেই। ২০ এপ্রিল, রবিবার স্থানীয় সময় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাত্তি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার আরও অবনতি হয়— নিউমোনিয়া, কিডনি জটিলতা ও হৃদরোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
‘এল লোকো’ নামে পরিচিত গাত্তি ছিলেন ব্যতিক্রমী গোলরক্ষক। সাহসী, উদ্ভট ও অপ্রচলিত কৌশলে খেলা তার বিশেষত্ব ছিল। ২৬ বছরের ক্যারিয়ারে (১৯৬২–১৯৮৮) তিনি আর্জেন্টাইন লিগে সর্বোচ্চ ৭৬৫ ম্যাচ খেলেন, যা এখনো রেকর্ড। বোকা জুনিয়র্সের হয়ে ১৯৭৭ সালে কোপা লিবার্তাদোরেস জয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম অর্জন।
ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ‘সুইপার কিপার’ ধারার সূচনা করেছিলেন গাত্তি নিজেই। ১৯৭৮ বিশ্বকাপের মূল দলে থাকলেও চোটের কারণে টুর্নামেন্টের আগেই ছিটকে পড়েন তিনি।
গাত্তি ছিলেন কেবল একজন খেলোয়াড় নয়, ছিলেন এক বিতর্কিত ও স্পষ্টভাষী চরিত্র। তার মৃত্যুতে ফুটবল বিশ্ব হারাল এক সাহসী ও অনন্য ব্যক্তিত্বকে, যিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন নিজের মতো করে।



