
রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকায় সড়কে অবৈধভাবে নির্মিত আটটি গেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-২-এর আওতাভুক্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার সরিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়। এছাড়া, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে একটি ফার্নিচার ও একটি খাবারের দোকানকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
মতবিনিময় সভায় মো. জিয়াউর রহমান বলেন, “নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রূপনগরের গেটগুলো উচ্ছেদ করা হয়েছে, যেগুলো বিনা অনুমতিতে নির্মাণ করা হয়েছিল এবং জনদুর্ভোগের কারণ ছিল।”
তিনি আরও জানান, অন্যান্য এলাকায় থাকা অবৈধ গেট অপসারণেও অভিযান চলবে।