Uncategorized

নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক!

মোহনরা অনলাইন

টানা দুই বছর ফুটবলের সবচেয়ে বড় দুটি আসর আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো ৩২ দলের বর্ধিত সংস্করণের ফিফা ক্লাব বিশ্বকাপ। এর ঠিক এক বছর পর, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ।

এই দুই বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তার অংশ হিসেবে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রকে দিয়েছে সহিংস ফুটবল ভক্তদের একটি তালিকা।

সোমবার বুয়েন্স আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ১৫ হাজারের বেশি সহিংস ফুটবল ভক্তের নামের তালিকাটি হস্তান্তর করেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। মন্ত্রীর দাবি, এই ব্যক্তিরা আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে সহিংস কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ, এবং যুক্তরাষ্ট্রেও তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বুলরিচ সাংবাদিকদের বলেন, “তালিকাটিতে এমন ব্যক্তিদের নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না, যাতে বড় কোনো ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে।”

নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স জানায়, এই তালিকা তৈরি হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি কর্মসূচির মাধ্যমে, যা আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ দর্শকদের শনাক্তে সহায়তা করে।

মন্ত্রী আরও জানান, “ট্রিবিউনা সেগুরা কর্মসূচি এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নের বেশি দর্শককে পর্যবেক্ষণ করেছে। এতে ১,১৬৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং স্টেডিয়ামে প্রবেশ সীমিত করতে ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।”

আগামী ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নিচ্ছে। সেই কারণেই সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button