Uncategorized

আজ থেকে দেশে চালু হচ্ছে পাঠাও পে

মোহনা অনলাইন

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’, যার মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেকশন, অ্যাকসেস ও ম্যানেজ করা যাবে।
‘Your YOUniverse, Your Way’ ট্যাগলাইনে আত্মপ্রকাশ করা পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি ও আধুনিক জীবনধারার এক যুগান্তকারী সমন্বয়।

৮ জুলাই (মঙ্গলবার) থেকে সারাদেশে এই সেবা চালু হয়েছে। পাঠাও পে ব্যবহার করে এখন সহজেই করা যাবে খাবার অর্ডার, রাইড নেওয়া, বিল ভাগ করা বা টাকা পাঠানো।

উল্লেখযোগ্য ফিচারসমূহ:

  • Pay Tag: ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও টাকা রিসিভ করুন।

  • Split Pay: বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করুন।

  • Group Send Money: একসঙ্গে একাধিক জনকে টাকা পাঠান।

  • Auto-Pay: নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয় লেনদেন।

  • Mobile Recharge: সরাসরি অ্যাপ থেকেই রিচার্জ।

  • Add Money: ডেবিট/ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) ও নগদ থেকে টাকা যোগ করার সুবিধা।

পাঠাও পে কার্ড:
এই লঞ্চ উপলক্ষে চালু হয়েছে পাঠাও পে কার্ড, যা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দ্বারা সাপোর্টেড এবং মাস্টারকার্ড পাওয়ার্ড।
এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় ডিজাইনে: Starlit Horizon, Purple Haze ও Sunshine Beach।

কার্ডের বৈশিষ্ট্য:

  • রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্ক

  • ডুয়াল কারেন্সি সাপোর্ট

  • NFC Tap & Pay (PIN ছাড়া ৫,০০০ টাকা পর্যন্ত)

  • এমটিবি-এর সব এটিএম থেকে ফ্রি ক্যাশ উইথড্র

  • পাসপোর্ট এনডোর্সড হলে আন্তর্জাতিক লেনদেন, শপিং, সাবস্ক্রিপশন ও ট্রাভেল পেমেন্ট সুবিধা

বিশেষ অফার:
নতুন ইউজাররা পাচ্ছেন পাঠাওয়ের বিভিন্ন সেবায় ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

  • ফুড অর্ডারে: ১,০০০ টাকা পর্যন্ত

  • কার রাইডে: ১,০০০ টাকা পর্যন্ত

  • বাইক রাইডে: ৫০০ টাকা পর্যন্ত

  • পার্সেল ডেলিভারিতে: ৫০০ টাকা পর্যন্ত

সাইন আপ করুন পাঠাও অ্যাপে, একটিই অ্যাপ, সব পেমেন্টের সল্যুশন!

পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে ডিজিটাল ফাইন্যান্সে সহজ ও নিরাপদ নিয়ন্ত্রণের একটি নতুন ধারা। এটি শুধু একটি ডিজিটাল ওয়ালেট নয়, বরং আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল ইউনিভার্স।”

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। ১ কোটিরও বেশি ইউজার, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্টের সমন্বয়ে পরিচালিত এই প্ল্যাটফর্ম দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button