বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে নতুন ডিজিটাল ওয়ালেট ‘পাঠাও পে’, যার মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেকশন, অ্যাকসেস ও ম্যানেজ করা যাবে।
‘Your YOUniverse, Your Way’ ট্যাগলাইনে আত্মপ্রকাশ করা পাঠাও পে ইনোভেশন, সিকিউরিটি ও আধুনিক জীবনধারার এক যুগান্তকারী সমন্বয়।
৮ জুলাই (মঙ্গলবার) থেকে সারাদেশে এই সেবা চালু হয়েছে। পাঠাও পে ব্যবহার করে এখন সহজেই করা যাবে খাবার অর্ডার, রাইড নেওয়া, বিল ভাগ করা বা টাকা পাঠানো।
উল্লেখযোগ্য ফিচারসমূহ:
-
Pay Tag: ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও টাকা রিসিভ করুন।
-
Split Pay: বন্ধুদের সঙ্গে বিল ভাগাভাগি করুন।
-
Group Send Money: একসঙ্গে একাধিক জনকে টাকা পাঠান।
-
Auto-Pay: নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয় লেনদেন।
-
Mobile Recharge: সরাসরি অ্যাপ থেকেই রিচার্জ।
-
Add Money: ডেবিট/ক্রেডিট কার্ড (Visa, Mastercard, AMEX) ও নগদ থেকে টাকা যোগ করার সুবিধা।
পাঠাও পে কার্ড:
এই লঞ্চ উপলক্ষে চালু হয়েছে পাঠাও পে কার্ড, যা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দ্বারা সাপোর্টেড এবং মাস্টারকার্ড পাওয়ার্ড।
এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় ডিজাইনে: Starlit Horizon, Purple Haze ও Sunshine Beach।
কার্ডের বৈশিষ্ট্য:
-
রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্ক
-
ডুয়াল কারেন্সি সাপোর্ট
-
NFC Tap & Pay (PIN ছাড়া ৫,০০০ টাকা পর্যন্ত)
-
এমটিবি-এর সব এটিএম থেকে ফ্রি ক্যাশ উইথড্র
-
পাসপোর্ট এনডোর্সড হলে আন্তর্জাতিক লেনদেন, শপিং, সাবস্ক্রিপশন ও ট্রাভেল পেমেন্ট সুবিধা
বিশেষ অফার:
নতুন ইউজাররা পাচ্ছেন পাঠাওয়ের বিভিন্ন সেবায় ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!
-
ফুড অর্ডারে: ১,০০০ টাকা পর্যন্ত
-
কার রাইডে: ১,০০০ টাকা পর্যন্ত
-
বাইক রাইডে: ৫০০ টাকা পর্যন্ত
-
পার্সেল ডেলিভারিতে: ৫০০ টাকা পর্যন্ত
সাইন আপ করুন পাঠাও অ্যাপে, একটিই অ্যাপ, সব পেমেন্টের সল্যুশন!
পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও পে ডিজিটাল ফাইন্যান্সে সহজ ও নিরাপদ নিয়ন্ত্রণের একটি নতুন ধারা। এটি শুধু একটি ডিজিটাল ওয়ালেট নয়, বরং আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল ইউনিভার্স।”
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। ১ কোটিরও বেশি ইউজার, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্টের সমন্বয়ে পরিচালিত এই প্ল্যাটফর্ম দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।



