নয় মাস যেতে না যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও পরিবর্তনের হাওয়া বইছে। ৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার পরিবর্তে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিও ইতোমধ্যে এনএসসির এই মনোনয়ন অনুমোদন দিয়েছে।
এই পরিবর্তনকে ঘিরে বোর্ডের ভেতর চলছে জোর আলোচনা, যা ভবিষ্যতে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দেশের ক্রিকেটাঙ্গন ছিল টালমাটাল। এ নিয়ে এনএসসি গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বিসিবি সভাপতি ফারুককে সার্বিক অব্যবস্থাপনার জন্য দায়ী করা হয়েছে।
ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পর রাতেই অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ। সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়। বিসিবির সিনিয়র এক পরিচালক বলেন, “বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাউন্সিলর অনুমোদন ও এক কাউন্সিলরের প্রত্যাহার হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে শীঘ্রই নতুন বোর্ড সভাপতি ঘোষণা করা হবে, সম্ভবত আজ বিকেলেই।”
বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক, যেখানে আকরাম খান স্বাক্ষর করেননি। সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত নতুন অন্তর্বর্তী সভাপতি দায়িত্বে আসবেন, যার মেয়াদ হবে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।



