খেলাধুলা

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

মোহনা অনলাইন

নেইমার চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরে এলেও জাতীয় দলে ফিরতে অপেক্ষা করছেন। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত সেলেসাওদের হলুদ জার্সি পরাতে নারাজ।

তবে নেইমারের আবারও শিরোনামে আসা নেতিবাচকভাবে। ব্রাজিলিয়ান লিগের ১১তম রাউন্ডে এক অদ্ভুত ঘটনার কারণে তিনি লাল কার্ড দেখেন। ম্যাচের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করার চেষ্টা করায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন তিনি, যা লাল কার্ডে রূপ নেয়। ফলে সান্তোস ১-০ গোলে বোটাফোগোর কাছে হারতে বাধ্য হয়।

মার্চের পর এই প্রথম সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার, এবং এই ম্যাচটি তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড পান তিনি। পরে, গনজালো এস্কোবারের বক্সমুখী পাস থেকে বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর বল ঠেকান। রিবাউন্ডে পাওয়া বলটি হাত দিয়ে জালে ঠেলে দেন নেইমার, যা ইচ্ছাকৃত হ্যান্ডবলের জন্য তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখায়।

দশজনের সান্তোস এরপর আর ফিরে আসতে পারেনি। ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে বোটাফোগো। এই হারের ফলে সান্তোস ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে নেমে গেছে, ১১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট মাত্র ৮। বিপরীতে, বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো, যারা ১১ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button