১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প
মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি, যা আগামী সোমবার থেকে কার্যকর হবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
এছাড়া, ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন, সেগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
হোয়াইট হাউস জানিয়েছে, উভয় নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার উল্লেখ করেন, যা এই পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলাকারী, একজন মিসরীয় নাগরিক, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
এছাড়া, ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।