২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় যে, নাসুম আহমেদের চড়-কাণ্ডের পেছনে তামিম ইকবালের নাম এসেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তামিম ইকবাল সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরাতে এই ঘটনায় জড়িয়ে পড়েন।
আজ বিকেলে তামিম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন, যদিও তিনি সরাসরি ‘চড়কাণ্ড’ বিষয়টি উল্লেখ করেননি। তিনি লেখেন, “আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।”
তামিম আরও বলেন, “যারা আমার ভক্ত-সমর্থক, তাদের জন্য বলছি, তদন্ত রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি এবং তথ্য ফাঁসের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আমি তখন দলের বাইরে ছিলাম।”
তিনি যুক্ত করেন, “একজন ব্যক্তির ব্যক্তিগত ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন, তাদেরকে বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।”



