
বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলাদের আগমনে নতুন জোয়ার বইছে। হামজা চৌধুরী, ফাহামিদুল ও সামিত সোমের মতো বিদেশি লিগে খেলা ফুটবলাররা ইতোমধ্যে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। সমর্থকরা এখন প্রবাসী ফুটবলাদের মাধ্যমে ফুটবলে দিন বদলের স্বপ্ন দেখছেন।
এদিকে, ভারতও প্রবাসীদের টানতে উদ্যোগ নিয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) একটি সূত্র জানিয়েছে, সরকারের কাছে প্রবাসী ভারতীয়দের জাতীয় দলে খেলার অনুমতি চাওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এটি খতিয়ে দেখছে।
একটি সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেছেন, “আমাদের প্রেসিডেন্ট বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন। ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে, তবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিবেচনা করবে।”
তিনি আরও জানান, প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। যদিও রাতারাতি সাফল্যের আশা ঠিক নয়, তবে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে ভারতীয় ফুটবল উপকৃত হতে পারে। বর্তমানে ভারতীয় ফুটবল দুর্দিন পার করছে, কারণ মহাতারকা সুনীল ছেত্রীও খুব একটা সুবিধা করতে পারছেন না।
ফেডারেশন প্রবাসী ফুটবলাদের কাজে লাগাতে চায় এবং হংকংয়ের বিরুদ্ধে জয়ী হলে জাতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।