
বাফুফে নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন শুক্রবার সাংবাদিক সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের ২-১ গোলে পরাজয়ের পর কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা চলছে।
সমর্থক ও সাবেক ফুটবলাররা তাঁর কার্যক্রম নিয়ে আলোচনা করতে শুরু করেছেন, যা বাফুফের ভেতরও অন্তর্কোন্দল সৃষ্টি করেছে।
এদিকে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শাহীনের মন্তব্যের প্রতি কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি, তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করব।” সিঙ্গাপুর ম্যাচের পর কাবরেরা ছুটি কাটাতে স্পেনে চলে গেছেন। তাবিথ আউয়াল জানিয়েছেন, জাতীয় কমিটি এ বিষয়টি পর্যালোচনা করবে।
তিনি যোগ করেন, “এখনো এটি প্রি-ম্যাচিউর প্রশ্ন। আমাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যেখানে কোচিং স্টাফ, খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সবাই জড়িত। মূল্যায়নের পর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা প্রক্রিয়া মেনে চলছি।”