
চতুর্থবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের তিনবার বার্সেলোনার হয়ে অংশ নিয়ে প্রত্যেকবারই শিরোপা জিতেছিলেন তিনি। তবে এবার ফরম্যাটে বড় পরিবর্তন এসেছে—সাত দলের বদলে এবার ৩২টি দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ।
চলমান আসরে দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়সূচক গোলটি করেছেন মেসি, তাও তার চেনা ভঙ্গিতে—বাঁ পায়ের জাদুকরী ফ্রি-কিকে।
এই গোলের মাধ্যমে ফিফার সব টুর্নামেন্ট মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ গোলের রেকর্ড গড়েছেন মেসি। এতদিন এই রেকর্ডটি যৌথভাবে ছিল মেসি ও ব্রাজিলিয়ান নারী ফুটবল কিংবদন্তি মার্তার দখলে (২৪ গোল করে)। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথম আন্তর্জাতিক গোল করা মেসি এখন ৩৭ বছর বয়সে এসে ছাড়িয়ে গেলেন সবাইকে।
পুরুষ ফুটবলের ফিফা ইভেন্টে আগেই শীর্ষে ছিলেন তিনি, এবার সংখ্যায়ও সবার ওপরে। তার নিচে আছেন রোনালদিনিয়ো (১৯), রোনালদো নাজারিও (১৯), ক্রিশ্চিয়ানো রোনালদো (১৭) ও লুইস সুয়ারেজ (১৭)।
এদিন মেসির করা ফ্রি-কিক গোলটি তার ক্যারিয়ারের ৬৮তম। এ তালিকায় তিনি এখন তৃতীয় স্থানে। তার উপরে আছেন কেবল ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিনহো পার্নামবুকানো (৭৭) এবং পেলে (৭০)।
এ ছাড়া ইন্টার মায়ামির হয়ে নিজের ৫০তম গোলটিও পেয়েছেন মেসি, মাত্র ৬১ ম্যাচেই। ক্লাব বিশ্বকাপে তার এটি সপ্তম ম্যাচ ও ষষ্ঠ গোল।