Top Newsআন্তর্জাতিক
ইরানের পরমাণুকেন্দ্রে রুশ নাগরিকরা যেন নিরাপদে থাকে, ইসরায়েলকে পুতিনের বার্তা

সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুতিন ইউক্রেনকেও সতর্ক করে দেন যে, যদি তারা রাশিয়ার শান্তির শর্ত প্রত্যাখ্যান করতে থাকে, তাহলে তারা আরও ভূখণ্ড হারাতে পারে।
তিনি বলেন, রাশিয়া ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সমঝোতার জন্য কিছু ধারণা দিয়েছে, যেগুলো বর্তমানে আলোচনার মধ্যে রয়েছে।
পুতিন জানান, মস্কো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহুর কাছে আহ্বান জানিয়েছে, যাতে ইরানের বন্দর শহর বুশেহরে দুটি নতুন রিঅ্যাক্টর নির্মাণে নিয়োজিত রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি এ বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন।


