বিনোদন

‘ডিপফেক’র শিকার মিথিলা, রিউমর স্ক্যানারে সত্যতা প্রমাণ!

মোহনা অনলাইন

অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা শুধু শোবিজ অঙ্গনেই নয়, তার একাডেমিক ক্যারিয়ার ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সুপরিচিত। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, গবেষণা ও উন্নয়নমূলক কাজেও সক্রিয় তিনি। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা লাইমলাইটের বাইরে ছিলেন এই অভিনেত্রী।

গত রোজার ঈদে মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’–এর দ্বিতীয় মৌসুমে তাকে দেখা যায়, যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি আলোচনায় আসেন। কিন্তু এরপর কিছুটা আড়ালে ছিলেন মিথিলা। যদিও তার ব্যক্তিজীবন—বিশেষ করে প্রেম-বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আগ্রহ ও আলোচনার কমতি ছিল না।

এমন সময়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কয়েকটি ছবি, যা নেটিজেনদের দাবি অনুযায়ী মিথিলার। ছবিগুলোতে হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে এক নারীকে দেখা যায় সেলফি ও নানা ভঙ্গিমায়। ছবিগুলো মিথিলার বলে দাবি করে অনেকে তা শেয়ার করতে থাকেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন সত্য। জানা যায়, এই ছবিগুলো মূলত ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি—অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি নারীর মুখমণ্ডলে রাফিয়াত রশিদ মিথিলার মুখ বসিয়ে তৈরি করা হয়েছে ছবিগুলো।

অনুসন্ধানে আরও জানা যায়, এই ছবিগুলোর মূল উৎস ভারতের কলকাতায় বসবাসকারী এক অভিনেত্রী ‘জিনা তরফদার’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। গত ১৪ জুন তার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ছবিগুলোর স্পষ্ট মিল পাওয়া যায়। ছবিতে পোশাক, পোজ ও পটভূমি অভিন্ন থাকলেও কেবল মুখমণ্ডলে রয়েছে প্রযুক্তির হস্তক্ষেপ। ফলে এটি নিঃসন্দেহে একটি ডিপফেক প্রচারণা।

এই ঘটনা আবারও প্রমাণ করে, প্রযুক্তির অপব্যবহার কিভাবে একজন তারকাকে অনিচ্ছাকৃত বিতর্কে জড়াতে পারে। পাশাপাশি এটিও স্মরণ করিয়ে দেয় যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্য যাচাই না করে গ্রহণ করাটা কতটা বিপজ্জনক হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button