
ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি।
বাহামাসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। কালিম সানা ও শিবম শর্মার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় বাহামাস। দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। জবাবে দিলপ্রীত বাজওয়ারের ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংসে মাত্র ৫.৩ ওভারে জয় তুলে নেয় কানাডা।
এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে তারা। এখনও একটি ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে।
বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে কানাডা। প্রথম ম্যাচে বারমুডাকে ১১০ রানে হারানোর পর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে ও আগের ম্যাচেই বাহামাসকে ১০ উইকেটে হারিয়েছিল তারা।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আয়োজক দুই দেশের পাশাপাশি ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।