মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান। তবে এখনো পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে এ যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, সোমবার রাতভর এক বিশেষ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু মন্ত্রীদের নির্দেশ দেন— তারা যেন এ নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য না দেন।
এদিকে, ইরান জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে, তাহলে তারাও প্রতিশোধমূলক হামলা স্থগিত রাখবে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। ইরানি হামলায় ইসরায়েলের বিয়ারশেবা শহরে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলও এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে কিছু জানায়নি, ফলে পুরো পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত রয়ে গেছে।


