তেহরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বাস প্রস্তুত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় প্রথম দলটি বাসে করে পাকিস্তান সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করবে। প্রত্যাবাসনের এই প্রক্রিয়া পরিচালনা করছে বাংলাদেশ দূতাবাস, যারা ইতোমধ্যে বাস ভাড়া করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইরান-ইসরায়েল উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, যা স্বস্তিদায়ক খবর। শুরুতে অনেকেই দেশে ফিরতে আগ্রহী ছিলেন, তবে এখন অনেকের মধ্যেই অনাগ্রহ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পরিস্থিতির উন্নতি হওয়ায় তারা ইরানেই থাকতে চাইছেন।
তবে প্রথম ধাপে প্রায় ৩০ জনের একটি দল দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে। এই দলে ইরানে চিকিৎসা নিতে যাওয়া নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ পর্যন্ত ইরানে অবস্থানরত প্রায় ২৫০ বাংলাদেশি দূতাবাসে প্রত্যাবাসনের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৯০ জনের একটি তালিকা পাকিস্তান সরকারকে দেওয়া হয়েছে। তেহরান থেকে বাসে করে তারা ইরান-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর সেখান থেকে দুবাই হয়ে বিমানে করে ঢাকায় ফিরবেন।


