খেলাধুলা

ক্রীড়াঙ্গন সংস্কারে ৭ সদস্যের কমিটি গঠন

মোহনা অনলাইন

ক্রীড়াঙ্গনে সুশাসন ও কার্যকর সংস্কার আনতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২৪ জুন জারি করা অফিস আদেশে বলা হয়, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে, ২০২৩ সালের ২৯ আগস্ট গঠিত ৫ সদস্যের একটি কমিটির উদ্দেশ্য ছিল বিভিন্ন ফেডারেশনের গঠনতন্ত্র ও বিদেশে দল পাঠানোর নীতিমালা পর্যালোচনা। তবে পরবর্তীতে সেই কমিটিকে বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। ফলে মূল সংস্কারের কাজ অনেকটাই উপেক্ষিত থাকে।

সাবেক ‘সার্চ কমিটি’র কাজ শেষ হওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন একটি সংগঠন-কেন্দ্রিক সংস্কার কমিটি গঠনের ঘোষণা দেন। সদ্য গঠিত নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকিরকে এবং সদস্য সচিব জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীরকে।

কমিটির বাকি সদস্যরা হলেন:

  • জোবায়েদুর রহমান রানা (সাবেক সার্চ কমিটির আহ্বায়ক)

  • আজাদ মজুমদার (প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব)

  • ব্যারিস্টার শাইখ মাহাদী (বিসিবি সভাপতি বুলবুলের আইন উপদেষ্টা)

  • লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান (উশু ফেডারেশনের সহ-সভাপতি)

  • হাবিবুর রহমান জামিল (জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক)

কমিটির আনুষ্ঠানিক নাম না থাকলেও এর লক্ষ্য ও কার্যপরিধি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে:

  • জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুসারে আদর্শ গঠনতন্ত্র প্রণয়ন

  • অ্যাফিলিয়েশন নীতিমালা যুগোপযোগীকরণ

  • অ্যাফিলিয়েশন সংখ্যা নির্ধারণে আইনগত ও যৌক্তিক ভিত্তি নিরূপণ

  • আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা প্রণয়ন (আইওসি ম্যান্ডেটভুক্ত ৬টি গেমস ব্যতীত)

এই কমিটি ক্রীড়াঙ্গনে কাঙ্ক্ষিত গতিশীলতা ও সুশাসন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button