
বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় মৃত্যু না থাকলেও নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২শ ৯১ জন। জেলায় মোট মৃত্যু ২৮ জন।
শুক্রবার (৪ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩ জন, আমতলীতে ০, বেতাগীতে ১ জন, পাথরঘাটায় ৫ জন, তালতলীতে ২ জন এবং বামনায় ৫ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৭৪ জন, আমতলীতে ৫ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১২ জন, পাথরঘাটায় ১৬ জন এবং তালতলীতে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।