জীবনধারা

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট, মাঠে নামছে ২৪ বিশ্ববিদ্যালয়

তরুণদের ক্রীড়াচর্চা এবং ক্যাম্পাসজুড়ে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘BullDozer Presents Campus Futsal Champ ২০২৫’। দেশের ২৪টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই ৭-সাইড আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট।
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা। আয়োজনে রয়েছে ইভেন্ট টিকিটিং ও ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম টিকিটো, আর সহযোগিতায় আছে Inoplum Limited।
আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টে অংশ নিতে দলগুলোকে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। প্রতিটি দল পাবে অফিশিয়াল জার্সি, রিফ্রেশমেন্ট, মেডিকেল সাপোর্টসহ প্রয়োজনীয় সকল সুবিধা।
পুরস্কার হিসেবেও থাকছে বড়সড় চমক—মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা, রানারআপ দল ১ লাখ টাকা। এছাড়া থাকবে ট্রফি, মেডেল এবং অন্যান্য আকর্ষণীয় উপহারসামগ্রী।
Inoplum Limited-এর ম্যানেজিং ডিরেক্টর ও CFC 2025-এর প্রধান আয়োজক তানভীর বলেন, “Campus Futsal Champ ২০২৫ শুধু একটি খেলার আয়োজন নয়, এটি আমাদের স্বপ্নের বাস্তবায়ন। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্যাম্পাস স্পোর্টসকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। BullDozer, Active Plus এবং Courtside-এর মতো পার্টনাররা আমাদের এই যাত্রায় সাহস জুগিয়েছে। আমরা গর্বিত এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে।”
আয়োজকরা আশা করছেন, এই প্রতিযোগিতা শুধু একটি টুর্নামেন্ট নয়—বরং দেশের তরুণদের জন্য হবে বন্ধুত্ব, উদ্দীপনা এবং ক্রীড়াপরিচিতি গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button