সবার জীবনেই কোনো না কোনো সময় প্রেম আসে, তবে সবাই সে প্রেমে সফল হয় না। বরং ব্যর্থতার গল্পই বেশি শোনা যায়। সম্পর্ক ভেঙে গেলে বেশিরভাগ মানুষই প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ আর তীব্র ঘৃণা- যেন বুকের ওপর এক অনড় পাথর চাপা পড়ে থাকে। তার চেয়ে বরং যদি প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে কেমন হয়?
১৭ অক্টোবর দিনটি ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’ বা ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। দিনটি পালনের উদ্দেশ্যই হলো সব ভুলে প্রাক্তনকে ক্ষমা করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, ক্ষমা করা মানে অতীতকে অস্বীকার করা নয়; বরং নিজেকে মানসিকভাবে মুক্ত করার একটি উপায়। প্রাক্তনের প্রতি রাগ বা ঘৃণা ধরে রাখলে তা নিজেরই শান্তি নষ্ট করে।
আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’
তিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করে থাকেন।


