খেলাধুলা

বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!

মোহনা অনলাইন

২০২৬ সালের বিশ্বকাপের আরও এক বছর বাকি। প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের দাবি করেছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

প্রকাশিত নতুন জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের নকশায় দেখা গেছে ভিন্নতা। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন ধরনের নীলের মাঝে কেন্দ্রে রয়েছে আকাশি রঙ, আর পাশে সাদা অংশ। এই স্ট্রাইপ নকশার রঙের বৈচিত্র্য ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপজয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি এটি একটি আধুনিক ফিনিশও তৈরি করেছে।

জার্সির গলায় ও হাতায় থাকছে গাঢ় নীল ‘ভি’ আকৃতির ডিজাইন, যা সাম্প্রতিক ডিজাইন ট্রেন্ডকে অনুসরণ করেছে। কাঁধে থাকছে অ্যাডিডাসের কালো তিন স্ট্রাইপ। এবার আকাশি-সাদার সঙ্গে বাড়তি গুরুত্ব পেয়েছে নেভি ব্লু রঙ। বুকের ডান পাশে অ্যাডিডাসের লোগো, মাঝখানে ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং বামে তিন তারকাখচিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শিল্ড—তিনটিই সোনালী রঙে। পুরো সেটের সঙ্গে থাকছে নেভি ব্লু শর্টস ও মোজা।

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। এর মধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর জায়গা করে নিয়েছে ব্রাজিল ও ইকুয়েডর। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে উজবেকিস্তান ও জর্ডান। এছাড়া কোয়ালিফাই করেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। স্বাগতিক হিসেবে অংশ নেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এখন পর্যন্ত মোট ১০টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপ যাত্রা।

শেষবার ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছরের অপেক্ষা ঘোচায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button