মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সাবেক) স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ম্যাচটি সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করার পরিকল্পনা করছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের ফাইনালকে আরও স্মরণীয় করে রাখতে ট্রাম্পকে আমন্ত্রণ জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ট্রাম্প।
এদিকে, ফিফা নিউইয়র্কের বিখ্যাত ট্রাম্প টাওয়ারে তাদের নতুন একটি অফিস চালু করেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপটি ফিফা ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে এবং এটি ফুটবল ও রাজনীতির মাঝে নতুন এক মেলবন্ধনের সূচনা করতে পারে।
ফুটবল অঙ্গনে ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে মতভেদ থাকলেও অনেকে মনে করছেন, তার উপস্থিতি এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী আরও বেশি মিডিয়া কভারেজ এনে দিতে পারে, যা ফিফার জন্য বাণিজ্যিকভাবে লাভজনক হবে।
ট্রাম্প ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপ—যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে—এর প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, ফিফার সাম্প্রতিক পদক্ষেপগুলো ট্রাম্পের রাজনৈতিক প্রভাব ও উপস্থিতিকে ব্যবহার করে বিশ্ব ফুটবলে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও সুদৃঢ় করার কৌশল হতে পারে।
তবে বিষয়টি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। কিছু ফুটবল ভক্ত ও মানবাধিকার সংগঠন ফিফার সিদ্ধান্তের সমালোচনা করেছেন, ট্রাম্পের বিতর্কিত নীতিগত অবস্থানের কারণে। যদিও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি নিছকই একটি বাণিজ্যিক পদক্ষেপ এবং বিশ্বজুড়ে ফুটবলের প্রসারে এটি সহায়ক হবে বলেই তাদের বিশ্বাস।



