বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ঘোষণা করেছেন, মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ বাস্টিয়ান বান্দ্রা বন্ধ হয়ে যাচ্ছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—
“এই বৃহস্পতিবার একটি যুগের অবসান হচ্ছে। বিদায় জানাচ্ছি মুম্বইয়ের সবচেয়ে আইকনিক গন্তব্যগুলোর একটিকে—বাস্টিয়ান বান্দ্রা। এই স্থান আমাদের অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাত এবং শহরের নাইটলাইফের বিশেষ মুহূর্তগুলো উপহার দিয়েছে।”
তবে শিল্পা আরও জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর অন্য রেস্তোরাঁগুলো আগের মতোই চালু থাকবে।
বাস্টিয়ানকে সম্মান জানাতে একটি বিশেষ বিদায়ী সন্ধ্যার আয়োজন করা হচ্ছে, যেখানে থাকবে নস্টালজিয়া, উদ্দীপনা আর জাদু।
গত কয়েক বছর ধরে বাস্টিয়ান বান্দ্রা সেলিব্রিটিদের প্রিয় গন্তব্য ছিল। ফোটোগ্রাফাররা প্রায়ই এই রেস্তোরাঁর সামনে থাকতেন তারকাদের এক ঝলক দেখার আশায়।তবে এরই মাঝে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা নতুন করে বিতর্কে জড়িয়েছেন। লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড-এর ডিরেক্টর দীপক কোঠারি তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন।
অভিযোগ অস্বীকার করে দম্পতির আইনজীবী প্রশান্ত পাতিল জানান—
“সব অভিযোগ মিথ্যা। এখনও পর্যন্ত এফআইআর কপি হাতে পাইনি। অভিযোগগুলো বহু পুরোনো লেনদেনের ওপর ভিত্তি করে বানানো।”
দীপক কোঠারির দাবি, ব্যবসা সম্প্রসারণের অজুহাতে টাকা নিয়ে তা ব্যক্তিগত খরচে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ।
একদিকে আইনি জটিলতা, অন্যদিকে প্রিয় রেস্তোরাঁর বিদায়। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী শিল্পা শেট্টি।



