খেলাধুলা

ডাকসুর প্রার্থীকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মিজবাউল হক!

মোহনা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের শেষ দিনে বড় চমক নিয়ে আসেন ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল প্রচারের শেষ দিন।

এদিন সুদূর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় তকিকে শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। এবারের ডাকসুতে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগ খেলেছেন। এছাড়া জাতীয় স্পিন ক্যাম্পেও অংশ নিয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে আরও ১২ জনের সঙ্গে লড়ছেন তিনি।

শুভকামনা বার্তায় মিসবাহ-উল-হক বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি একজন ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার বিশ্বাস ৯ সেপ্টেম্বর আপনি ভালো করবেন। সবাই আপনার পাশে আছে। আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’

ডাকসু নির্বাচনের শুরুতে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জহিন হোসেন জামি নামে এক প্রার্থীকে তাওহীদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব শুভেচ্ছাবার্তা পাঠান। সেটা নিয়ে অভিযোগ করে তকি বলেছিলেন, ‘জাতীয় দলের দুই ক্রিকেটার সরাসরি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে তাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল। ব্যক্তিগত পছন্দ থাকা স্বাভাবিক, তবে নির্বাচনী প্রক্রিয়ায় এমন প্রকাশ্য সমর্থন দেওয়া অনুচিত।’

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী ৬২ জন এবং পুরুষ ৪০৯ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেমন জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদ নিজেদের প্যানেল দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button