খেলাধুলা

হতাশার কিছু নেই, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

মোহনা অনলাইন

এশিয়া কাপ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে সহজ জয় পাওয়া লিটন দাসের দল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে। জবাবে লঙ্কানরা ১৪.৪ ওভারেই ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয়।

ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি থেকে সরাসরি দেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলা শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘হতাশার কিছু নেই। আমাদের আরেকটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলা আরও ভালো হতে পারত। দলের শুরু থেকেই ধারাবাহিকতার সমস্যা আছে। আশা করি, পরের ম্যাচে ছেলেরা ভালো খেলবে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সে প্রসঙ্গে বলেন, “খেলার আগে বেশি কথা বলার সুযোগ থাকে না। আমি শুধু দলকে ‘বেস্ট অব লাক’ জানিয়েছি এবং তাদের কথা শুনেছি। ”

ম্যাচ নিয়ে তিনি মনে করেন, মূল ব্যর্থতা ছিল পাওয়ার প্লেতে।

“৬ ওভারে আমরা ৩ উইকেটে মাত্র ৩০ রান তুলেছি। যদি শুরুটা ভালো হতো, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যেত,” যোগ করেন তিনি।

এই হারে সুপার ফোরে খেলার পথ জটিল হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও, অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের।

তবে আশা হারাচ্ছেন না ক্রীড়া উপদেষ্টা, ‘এটা পুরোপুরি আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। পরের ম্যাচ দেখলেই বোঝা যাবে। ’

বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button