খেলাধুলা
“বৃষ্টিতে ভেসে গেল বগুড়ার মাঠের স্বপ্ন: পরিত্যক্ত এনসিএল ম্যাচে হতাশ হাজারো দর্শক”
মোহনা অনলাইন
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচটি গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত অনুযায়ী এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঢাকা, রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচটি আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ১.৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামীকাল ১৪ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বরের খেলা বগুড়ার পরিবর্তে রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
এদিকে স্থানীয় দর্শকরা খেলা মাঠে না গড়ানোয় হতাশা প্রকাশ করেছেন।



