গণহত্যার বিচার নেই কিন্তু ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা
মোহনা অনলাইন
দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে দুরা শহরে এক ফিলিস্তিনি নাগরিককে লাথি মারার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) আইডিএফ এক বিবৃতিতে জানায়, ঘটনাটি তাদের আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী।
ভিডিও ফুটেজে দেখা যায়, দুই সেনা বেকারির কর্মী আবদুল হাদি মাশারাকাকে মাটিতে বসিয়ে তার একাধিকবার লাথি মারেন। ঘটনাটির পর তাদের দায়িত্ব ও রিজার্ভ সার্ভিস স্থগিত করে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে।
আইডিএফ জানায়, সংশ্লিষ্ট দুই সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসও স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে।
ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে এমন নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে।


