খেলাধুলা

মেসির সতীর্থ হতে যাচ্ছেন নেইমার

মোহনা অনলাইন

শনিবার রাতে সান্তোসের হয়ে ৪৮ দিন পর মাঠে নেমেছিলেন নেইমার। বদলি নেমে খেলেছেন প্রায় ২২ মিনিট। তার নতুন গন্তব্য নিয়েও আলোচনা উঠছে। ইন্টার মিয়ামির নাম আসছে জোরেশোরে। ২০২৬ সালে তৃতীয়বারের মতো লিওনেল মেসির সতীর্থ হয়ে মাঠে নামতে পারেন নেইমার।

সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা ঘোষণা দিয়েছেন চলতি মৌসুমের শেষে অবসর নেবেন। ২০২৬ সালে মিয়ামিতে দুটি বিদেশি খেলোয়াড়ের জায়গা ফাঁকা হচ্ছে। ইউরোপে খবর, নেইমার হতে পারেন মিয়ামির নতুন বিদেশি খেলোয়াড়।

৩৮ বর্ষী মেসি মিয়ামির সাথে চুক্তি ২০২৮ মেজর লিগ মৌসুমের শেষপর্যন্ত বাড়িয়েছেন। আগামী মৌসুমে আর্জেন্টাইন রদ্রিগো ডে পল মিয়ামিতে স্থায়ী হতে পারেন, সঙ্গে ৩৩ বর্ষী নেইমার।

প্রতিবেদনে বলা হচ্ছে, একসময় পিএসজি এবং বার্সায় জুটি গড়া নেইমারকে নিতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ামিই। এদিকে সান্তোসে নিয়মিত খেলতে পারছেন না তিনি। মার্চ থেকে তিন চোটে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকেছেন নেইমার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button