খেলাধুলা

বাফুফের সঙ্গে পথচলা শুরু ভূমি প্রপার্টিজের

মোহনা অনলাইন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ওই ম্যাচের অন্যতম স্পন্সর হিসেবে থাকছে দেশের আবাসন প্রতিষ্ঠান ভূমি প্রপার্টিজ লিমিটেড।

বুধবার ভূমি প্রপার্টিজের সঙ্গে পার্টনারশিপ চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মতিঝিলের হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভূমি প্রপার্টিজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান। তিনি আবার বাফুফের কম্পিটিশন কমিটিরও সদস্য। বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউসসহ আরও অনেকে। এই পার্টনারশিপ নিয়ে আশাবাদী বাফুফে ও ভূমি প্রপার্টিজ। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ভূমি এবং বাফুফের এই পার্টনারশিপ কেবল স্পন্সরশিপের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটা দেশের ফুটবল সংস্কৃতি ও খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্বপ্নভূমি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য এম মিলন হাসান বলেন, ‘এই চুক্তি করতে পেরে আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। এই খেলার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমার প্রতিষ্ঠান উচ্ছ্বসিত। আমরা এ ধারাবাহিকতা ধরে রেখে দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button