খেলাধুলা

৩২ দলের লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু Honda Futsal League 2025

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) আয়োজিত Honda Futsal League (HFL) ২০২৫–এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আজ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (BCFCC) এর কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে। কিক-অফ সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা।

অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে পাঠানো হয় বিশেষ শুভেচ্ছা বার্তা এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিল জাতীয় দলের জার্সি। বিশেষ এই জার্সি তুলে দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া-এর হাতে।

৩২ দলের লোগো উন্মোচন

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী ৩২টি দলের লোগো উন্মোচন এবং পুরো টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

এবারের আয়োজন সাজানো হয় Honda Sports Challenge-এর তিন মূল বার্তা—

  • Joy (Enjoying Challenges)

  • Growth (Growing Challenges)

  • Connected (Connecting Challenges)

যার লক্ষ্য তরুণদের খেলাধুলায় যুক্ত করা এবং ফুটবলের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করা।

বিশেষ অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন—

  • জনাব সুসুমু মরিসাওয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

  • জনাব শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান, চিফ মার্কেটিং অফিসার, বাংলাদেশ হোন্ডা

  • হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি

  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সদস্য, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী

  • BHL-এর কর্মকর্তাবৃন্দ, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা

মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর প্রতিনিধি অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে অতিথিদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ফুটবলসমর্থকদের প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন।

অতিথিদের বক্তব্য

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। দেশের তরুণদের ফুটবলে অনুপ্রাণিত করতে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, Honda Futsal League মোটরসাইকেল ও ফুটবলের মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের একটি অনন্য সেলিব্রেশন। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, এই ঐতিহাসিক আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের বিষয়।

হোন্ডার ভবিষ্যৎ প্রতিশ্রুতি

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। ভবিষ্যতেও হোন্ডা আকর্ষণীয় প্রোডাক্ট ও সার্ভিস প্রদানের পাশাপাশি যুবসমাজের উন্নয়ন, সম্পৃক্ততা ও অংশগ্রহণে কাজ করে যাবে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button