খেলাধুলা

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

ঢাকা টেস্টের শেষ দিনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়েছেন ২৫০ উইকেট।

রোববার (২৩ নভেম্বর) মিরপুরে শেষ দিনে দেখেশুনেই ব্যাটিং করছিলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার কার্টিস ক্যাম্পার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। কিন্তু হঠাৎই ছন্দ হারান ম্যাকব্রাইন। তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রাইন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নিয়ে কোন লাভ না হলে ম্যাকব্রাইনকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে এক টেস্টে আরও একটি ইতিহাস গড়েন তাইজুল ইসলাম। স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক।

আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন এই স্পিনার। সাকিবের চেয়ে ৯ উইকেট পেছনে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু করেছিলেন তাইজুল। সিলেটে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে তিনি একটু এগিয়ে যান রেকর্ডের দিকে।

মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে স্পর্শ করেন সাকিবকে। দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট নিয়েই নিজেকে তুলে নেন সবার ওপরে। বাংলাদেশ সময় শনিবার রাতে সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছাও জানান সাকিব।

২০১৩ সালের নভেম্বরে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। সেই রেকর্ড তাঁর ছিল টানা এক যুগ

আরও দেখুন
টেলিভিশন সাবস্ক্রিপশন
মিউজিক কনসার্ট টিকেট
সংবাদ সংগ্রহ
সংবাদ প্রতিবেদন
ভাষা শিক্ষা কোর্স
লোকাল ইভেন্ট টিকেট
অনলাইন নিউজ পোর্টাল অ্যাক্সেস
জাতীয় সংবাদ
লোকাল ক্রাফটস
সর্বশেষ খবর

বর্তমান ক্রিকেটারদের মধ্যে কারও দুই শ উইকেটও নেই বলে তাইজুলের রাজত্বও অনেক দিন চলার কথা। সাকিব তো মনে করেন, তাইজুল ৪০০ টেস্ট উইকেটের মালিকও হতে পারেন। ফেসবুকে সাকিব তাইজুলকে নিয়ে বলেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button