জাতীয়

শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি

মোহনা অনলাইন

সবার আগে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ প্রয়োজন— এমনটাই মনে করেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বলেন, শ্রমিকদের জন্য বর্তমান সরকারের চেয়ে বেশি কাজ কেউ করেনি। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষ দূর করতে গত এক বছর তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করেছে মন্ত্রণালয়। বড় কনস্ট্রাকশন ফার্মগুলো শ্রম আইন লংঘন করলে সরকারি কোন কাজ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয়। অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন, তারা সিটি করপোরেশনের না হয়ে, বন্দরের দিকেই বেশি নজর দিয়েছেন। এই বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে খেলতে চেয়েছে।দেশের রাজনৈতিক আবহ ও নির্বাচন ইস্যু নিয়ে উপদেষ্টা বলেন, দেশের মানুষ ওয়ান ইলেভেনও দেখেছে। এখনতো রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা হচ্ছে না। সরকার ও রাজনৈতিক দল প্রতিপক্ষ নয়। দলগুলো মধ্যে কথার বিরোধ থাকবেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button