এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
পাকিস্তানের বিপক্ষে খেলা সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ভারত দল। নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝরিয়ে নিচ্ছেন ব্যাটার-বোলাররা।
এদিকে, জয় দিয়ে এবারের মিশন শুরু করতে চায় পাকিস্তান। ম্যাচের আগে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাবর আজমরা।
এশিয়া কাপে এখন পর্যন্ত মোট ১৫বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এতে ভারত ৮বার এবং পাকিস্তান ৫ ম্যাচে জয় লাভ করে। এদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয় দু’দল। সেখানে ৭বার জিতেছে ভারত। আর ২বার জয় পায় পাকিস্তান।