এশিয়া কাপে আজ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে বি-গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শারজাহতে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলন করেছে আফগানিস্তান। আইসিসি একাডেমিতে ক্রিকেটারদের চাইতে যেন কোচিংস্টাফের সংখ্যাটা বেশি ছিল। তবে টিম হোটেলে ছিলেন বেশির ভাগ ক্রিকেটার। একই মাঠে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা।
এই ম্যাচ নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সাকিব। আর নতুন নেতৃত্বের পরই বড় ইভেন্ট দল নিয়ে তেমন একটা চিন্তিত নন বিশ্ব অলরাউন্ডার। এদিন, শ্রীরামের অধীনে ব্যাট হাতে পাওয়ার হিটিং নিয়ে মনোযোগ ছিলেন মুশফিক-মাহমুদুল্লাহ। আর তাতেই বোঝা যায় দলের ৪ ও ৫ নম্বরে পজিশনে থাকছেন এ দুজন।
মাঠের লড়াইয়ে তিন বিভাগে সেরাটা দিতে পারলে আফগানদের হারানো সম্ভব বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট।