আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে নাম্বার ওয়ান সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
আবাও আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (১৪ সেপ্টেম্বর) এই নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
গেল রবিবার সমাপ্ত এশিয়া কাপের আগে শীর্ষস্থানে ছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এরপরের স্থানেই ছিলেন সাকিব আল হাসান। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে আবারও এক নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে না পারায় মোঃ নবির ২ পয়েন্ট হারায় যার ফলে তার রেটিং পয়েন্ট এখন ২৪৬ ।
এছাড়া, ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে অনেক দিন ধরেই এক নম্বরে অবস্থান সাকিব আল হাসানের। সেখানে সাকিবের রেটিং ৩৭২ পয়েন্ট।
টেস্টে সাকিবের অবস্থান চতুর্থ। যেখানে তার রেটিং ৩২৮। এই টেষ্ট ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা ৩৮৪ পয়েন্ট, বেন স্টোকস ৩৬২ পয়েন্ট, আর রবিচন্দ্রন অশ্বিন ৩৩৫ পয়েন্ট।