মিরাজকে কোহলির জার্সি উপহার
মোঃ আসাদুজ্জামান
রোমাঞ্চকর টেস্ট ম্যচ শেষ হওয়ার পর মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চলছিলো । ভারতের রান মেশিন নামে পরিচিত বিরাট কোহলি খুজে নিলেন মেহেদী হাসান মিরাজকে । বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে উপহার দিলেন নিজের স্বাক্ষরিত একটি জার্সি ।
রোববার (২৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। ১৪৫ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিনে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পরে টিম ইন্ডিয়া। বাংলাদেশের সামনে ছিলো ম্যাচ জেতার এক সুবর্ণ সুযোগ । ম্যাচের এমন নাটকীয়তা তৈরির মূল ভূমিকায় ছিলেন মিরাজ। তবে অষ্টম উইকেটে ৭১ রানের জুটিতে সফরকারীদের জিতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ার।
টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট শিকারের স্বাধ গ্রহন করেন এই অফ স্পিনার । ৬৩ রান ব্যায় করে উইকেট নেন ৫ টি । অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরো সিরিজেই কোহলির নজর কাড়েন মিরাজ । আর এই জন্যই হাসি মুখে নিজের জার্সি উপহার দেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ।
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে পরাজয় করলেও মিরাজ ছিলেন উজ্জ্বল নক্ষত্রের মতন । দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব তারই দখলে ১১ উইকেট ।
এর আগে ভারতের বিপক্ষে দলকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতাতেও মূল ভূমিকা পালন করেছিলেন মিরাজ। ব্যাট হাতে এক সেঞ্চুরিসহ করেছিলেন ১৪১ রান, বল হাতে পেয়েছিলেন ৪ উইকেট।
কোহলির বাংলাদেশের কোনো ক্রিকেটারকে উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ব্যাট দিয়েছিলেন তিনি।