নেত্রকোণায় প্রখর রোদে ধান কাটার সময় কৃষকের মৃত্যূ
মলয় রঞ্জন সরকার, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় প্রখর রোদে হাওরে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে একজন কৃষকের মৃত্যূ হয়েছে। মারা যাওয়া কৃষক হচ্ছেন, উপজেলার রায়মাধব গ্রামের হালান মিয়ার ছেলে নূর মিয়া (৪০)।
কয়েকদিন ধরে নেত্রকোণায় দিনের বেলা প্রখর রোদের সময় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। তীব্র গরমে আক্রান্ত নুর মিয়া সোমবার বিকালে মারা যান বলে জানান, সিভিল সার্জন মো: সেলিম মিয়া।
বারহাট্রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নুর মিয়া উচ্চরক্তচাপে ভুগছিলেন। গতকাল বিকালে স্থানীয়রা নুর মিয়াকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই নুর মিয়া রাস্থায় মারা যান বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
স্থানীয় চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও নুর মিয়ার পরিবারের সদস্যরা জানান, নূর মিয়া দুপুরে বাড়ির সামনের হাওরের বোরো জমিতে ধান কাটতে যান। এসময় রোদের অতিরিক্ত তাপমাত্রায় আকস্মিক তিনি মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে যান। দ্রুত ধান কাটারত অন্য সঙ্গীরা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।