ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায় থেকে এখন অনেক দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু আয়ের খেলায় সবাইকে টেক্কা দিয়ে তিনিই সবার উপরে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে পর্তুগিজ এই তারকা সৌদি আরবে পাড়ি জমানোর প্রতিফলন পড়েছে ফোর্বস সাময়িকীর তালিকায়। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন রোনাল্ডো।
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের ২০২৩ সালের তালিকা মঙ্গলবার রাতে প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। গত ১২ মাসে সব মিলিয়ে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করে ২০১৭ সালের পর এই প্রথম শীর্ষে ফিরেছেন রোনাল্ডো। ফোর্বসের হিসাবে ফুটবলারদের মধ্যে ইতিহাসের এটি সর্বোচ্চ আয়।