মোখার প্রভাবে এলএনজি সরবরাহের ভাসমান টার্মিনাল গভীর সমুদ্রে ভেসে গেছে: নসরুল হামিদ
অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি সরবরাহের ভাসমান টার্মিনাল গভীর সমুদ্রে ভেসে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি পুনঃস্থাপনে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ সময় তিনি জানান, ঝড়ে বিদ্যুতের তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনও হয়নি। দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।এছাড়া আগামী দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থতির উন্নতি হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে পুরোপুরি আগের মতো হতে সময় লাগবে ১২ দিন।
এদিকে, দুপুর থেকেই কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সেন্টমার্টিনসহ কক্সবাজার উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশর বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে কাল। তবে ঝড়টি মূল আঘাত হেনেছে মিয়ানমারে।