ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় । তাই স্থগিত পরীক্ষার তারিখ নিয়ে শঙ্কায় রয়েছে শিক্ষার্থীরা।
ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হলে এর সম্ভাভ্য তারিখের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব বোর্ডের সঙ্গে সমন্বয় করে সুনির্দিষ্ট সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারিখ জানিয়ে দেব। মোখার ধকল কেটে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে সব বোর্ডে এসএসসি পরীক্ষা সূচি অনুযায়ীই চলবে।
ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় এবং রোববার উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকায় শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর রোববার জানানো হয়, সোমবার কোনো বোর্ডেই এসএসসি পরীক্ষা হবে না।