জাতীয়

কমলো সয়াবিন তেলের দাম

অনলাইন ডেস্ক

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা যা আগে ছিল ১৯৯ টাকা প্রতি লিটার। এবং খোলা তেলের লিটার প্রতি দাম ধরা হয়েছে ১৭৬ টাকা ও পাম ওয়েলের দাম ২ টাকা কমে হয়েছে ১৩৩ টাকা প্রতি লিটার।

আজ রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ  এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

তিনি আরও জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে । এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

এর আগে গেল বছরের ডিসেম্বরে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমিয়েছিল সরকার। এছাড়া পাম তেলের দাম চার টাকা কমানো হয়েছিল। সেই হিসাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। এছাড়া পাম তেলের দাম চার টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button