গাজীপুরের শ্রীপুরে সবজি ফসলের রোগ দমনে জৈব ছত্রাক নাশকের ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট,আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর।
প্রশিক্ষণে গবেষণা সমন্বায়ক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা, ড. মোহাম্মদ মাহবুবুল হক,শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা,বিনা গাজীপুরের এসএসও ফরিদ আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা কৃষকদের সচেতন করতে বলেন, ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে মানুষের দেহে নানা ধরনের ক্যান্সার রোগ দেখা দেয়। তাই, যত কম পরিমাণে পোকামাকড় দমন নাশক স্প্রে করা যায়। সবচেয়ে উপযোগী ফসলে কম্পোস্ট সারের ব্যবহার। এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি স্বাস্থ্য সম্মত সবজি ও কৃষিপণ্য পাওয়া যাবে। প্রশিক্ষণে চিত্রের মাধ্যমে বিভিন্ন ফসলে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে নানা কৌশল ও উপযুক্ত দমন প্রক্রিয়া অবলম্বন করতে কৃষকদের পরামর্শ এবং দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
প্রশিক্ষণে গাজীপুর সদর,কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্তরের ৪৫ জন কৃষক অংশ নেয়।