সংবাদ সারাদেশ

ব্যক্তিগত আক্রোশে পৌরসভার উন্নয়নের ক্ষতি করবেননা”- মেয়র আনিছুর রহমান 

আলফাজ সরকার আকাশ,  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

পৌর মেয়র আনিছুর রহমান বলেন,”পৌরসভা আপনাদের। ভুল ত্রুটি সকলে মিলেমিশে সংশোধন করবেন। আমার সাথে ব্যক্তিগত আক্রোশে দয়া করে পৌরসভার উন্নয়নে বাঁধার সৃষ্টি করবেন না। গত কিছুদিন আগেও পৌরসভার সবচেয়ে বেশী সমস্যা ছিল ময়লার জন্য ডাম্পিং ব্যবস্থা। আমিও উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কিছু মানুষের নেতিবাচক মনোভাবের কারনে সেটা বাস্তবায়ন করতে পারিনি। ইনশাআল্লাহ, ময়লার স্তূপেরও সমাধান করছি এবং জায়গারও ব্যবস্থা হয়েছে।

আনিছুর রহমান বলেন,” প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি, আপনি সহযোগিতা করলে বাংলাদেশ বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলার যে চিন্তা ছিল সেটাই বাস্তবায়ন হবে। একই নিয়মে এ পৌরসভার বাজেট সফল বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তাই আসুন সকলেই মিলেমিশে দেশের সেরা মডেল পৌরসভা নির্মাণ করি “। বাজেট ঘোষণাকালে এসব কথা বলেন গাজীপুরের শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের দিকে পৌর মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান নতুন পৌরভবনের মিলনায়তনে জনাকীর্ণ অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন তিনি।

এসময়  ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত ও ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ১১৭ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪০৬ টাকা ০৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের  সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার,হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, প্রধান সহকারী রানুফা আক্তারসহ পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ১১১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা এবং উদ্ধৃত্ব দেখানো হয়েছে ৬ কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৪০৬ টাকা ৫ পয়সা।

এগুলোর মধ্যে বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার টাকা। বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ০৮ লাখ  টাকা এবং প্রকল্প হিসেবে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। এসবের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, বিএমডিএফ প্রকল্পে রাস্তা নির্মাণ,এডিপি রাস্তা নির্মাণ বিবিধ।

অন্যদিকে, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ১৯৬ টাকা। প্রারম্ভিক স্হিতি ৪ কোটি ৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা ০৫ পয়সা। যার মধ্যে, রাজস্ব হিসেবে মোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ১৯৬ টাকা। উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা। এছাড়াও প্রকল্প হিসেবে আয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা।

বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, “অন্যান্য পৌরসভার চেয়ে শ্রীপুর একটি উন্নয়নশীল পৌরসভা। এর বেশীর ভাগ কৃতিত্ব জনগণেরই। তাদেরকে সাথে নিয়েই কর্তৃপক্ষ কাজ করে। তাই এ পৌরসভার সফলতা কামনা করছি “।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button