স্ত্রীকে ধাক্কার প্রতিবাদ করায় বাস থেকে ফেলে স্বামীকে হত্যা! হেলপার আটক
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার সন্ধ্যার দিকে সস্ত্রীক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হতে চান শহিদুল্লাহ নামের একজন। এসময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে শহিদুল্লাহ ক্ষিপ্ত হয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে বাসটি চালাতে শুরু করেন চালক। কিছু দূর যাওয়ার পর শহিদুল্লাহকে ধাক্কা মেরে বাস থেকে ফেলে যায়। এসময় তার পরনের লুঙ্গি বাসের একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ (৪৬) মুলাইদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি রঙিলা বাজার এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শহীদুল্লাহর স্বজন মনির হোসেন বলেন, শুক্রবার মাওনা উত্তরপাড়া এলাকায় শহিদুল্লাহ স্ত্রীসহ তার অসুস্থ ভায়রাকে দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহের দিকে যাত্রা করা একটি বাস তার স্ত্রীকে আঘাত করে। শহীদুল্লাহ বাসটির পিছনে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে তিনি বাসে উঠার চেষ্টা করলে সড়কে লুটিয়ে পড়েন। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এই ঘটনায় স্ত্রী তাহেরা বেগম গুরুতর আহত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কঙ্কন কুমার মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, স্ত্রীকে আঘাত করে একটি বাস। সঙ্গে সঙ্গে স্বামী ওই বাসে ওঠার জন্য দৌড় দেন। এক পর্যায়ে তিনি বাসে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ঠ হন। বাসের চালকের সহকারী মোঃ হৃদয় হাসানকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।