দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের পিসকিপিং অপারেশনস-এর আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স। রোববার (২৫ জুন) ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ইউএসজি ডিপিও) জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, রোববার (২৫ জুন) ঢাকায় দুই দিনব্যাপী ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ইউএসজি ডিপিও) জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক সভা শুরু হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি এবং সম্মতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পাঁচ দিনের সফরে শুক্রবার ২৩ জুন ঢাকায় এসেছেন।
জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সদস্যরাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে তাদের সেবা দিচ্ছে, তার প্রভাবকে শক্তিশালী করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্র হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে শান্তিরক্ষা।
দক্ষিণ এশীয় দেশটি ১৯৮৮ সালে সংস্থাটির সঙ্গে কাজ করার জন্য প্রথম ইউনিফর্মধারী কর্মীদের মোতায়েন করেছিল, যখন তাদের ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল।
জাতিসংঘের মতে, বিগত তিন দশকে তারা যে দেশে সেবা করছে, সেখানে এই সাহসী পুরুষ ও নারীদের অবদান অপরিসীম।