ভোর রাতে বগুড়া জেলা বিএনপির সম্পাদকসহ ২ নেতা গ্রেফতার
বগুড়া প্রতিনিধি: আতিক রহমান
বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২০০ নেতার নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
এ মামলায় মঙ্গলবার ভোর রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক জামায়াত নেতা এবিএম মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করেছে।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বুধবার সকালে এ তথ্য জানান।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, পুলিশ ও তাদের স্থাপনায় হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০০ জনের (বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী) নামে পৃথক তিনটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত অনেককে আসামি করা হয়।
মামলার পর রাতেই বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও পুরান বগুড়ার বাসা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।