খেলাধুলা

ডুরান্ড কাপে খেলতে বৃহস্পতিবার ভারত যাচ্ছে সেনাবাহিনী

মোহনা অনলাইন

উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলতে বৃহস্পতিবার ভারত যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দেড় শতাধিক বছরের পুরানো এই টুর্নামেন্টে এবারের আসরে ২৪ দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ কলকাতার জায়ান্ট মোহনবাগান, ইষ্টবেঙ্গল ও রাউন্ডগ্লাস পাঞ্জাব। ভারতের ডুরান্ড কাপের জন্ম ১৮৮৮ সালে। প্রায় দেড়শ’ বছরের এই টুর্নামেন্টের বিভিন্ন সময়ে খেলেছে বাংলাদেশের অনেক ক্লাবই। এবার টুর্নামেন্টের ১৩২তম আসর বসছে ৩ আগষ্ট ভারতের কলকাতা, গুয়াহাটি ও কোক্রাজারে। ভারতীয় আর্মড ফোর্স ও সেনাবাহিনীর আয়োজনে একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে ছয়টি গ্রুপে অংশ নেবে ২৪টি দল। যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব দলগুলো অংশ নিতো এক সময়। ভারতের আইএসএলের ১২টি দল, আই লিগের পাঁচটি, ভারতীয় আর্মড ফোর্সের তিনটি এবং দুই প্রতিবেশী দেশের দুটি অতিথি দল। যার মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী ফুটবল দল ও নেপালের ত্রিভুবন আর্মি দল। বাংলাদেশের সেনাবাহিনী দলটি তৈরী হয়েছে কোচ আব্দুর রাজ্জাকের অধীনে। এই কোচ বলেন, ‘ছেলেরা দারুন প্রস্তুতি নিয়েছে। যদিও গ্রুপে বড় দল। তারপরও নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবে ছেলেরা।’

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button