সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯৯৯-এ ফোন পেয়ে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা রেলব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান এনায়েতপুর গুচ্ছগ্রামের আকবর আলীর ছেলে।
নিহতের দাদা ঠান্ডু মিয়া জানান, গতকাল মঙ্গলবার আবদুর রহমানসহ তার দুই বন্ধু ঢাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে ঢাকায় রওনা হয়। কমলাপুর রেলস্টেশনে গিয়ে তার এক আত্মীয়কে ফোন দিয়ে বলে তারা ঢাকায় এসেছে। পরে সে বাসায় আসতে ব তারা বলে, এখন আবার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠবে। রাত ১১টার দিকে আব্দুর রহমান তার বাবাকে ফোনে জানায় সে বাসায় যাচ্ছে। এরপর পরিবারের সাথে আর কথা হয়নি। এ ঘটনার পর থেকেই আব্দুর রহমানের দুই বন্ধু নিখোঁজ। তাঁর নাতিকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, ‘আজ সকালে ৯৯৯-এ ফোন এলে আমরা খবরটা পাই। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাই। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট তাদের কাজ শেষ করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের দুই বন্ধুর খোঁজ চলছে।
জুবায়েল হোসেন
সিরাজগঞ্জ
তারিখ-০২.০৮২০২৩
০১৭৯৪৭৯৪৭২২