নাটোরে মাদক মামলায় দুই জনের ১০ বছর কারাদন্ড
নাটোর প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
নাটোরে মাদক মামলায় রিপন আলী এবং সোহেল রানা নামের দুই জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আসামী রিপন এবং সোহেল রানা পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ মার্চ রাত দুইটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী রিপন আলী ও সোহেল রানার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আটকৃত রিপন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার টিকরি এলাকার খাইরুল আলমের ছেলে এবং সোহেল রানা একই জেলা ও উপজেলার বাসেনপুর এলাকার আবু তালেব এর ছেলে।