জাতীয়

কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজমীর ইসলাম

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮কোটি টাকা ব্যয়ে ১২বিঘা জমির উপর নির্মিত হতে যাচ্ছে ঢাকা নগর আন্তঃজেলা বাস প্রান্ত (টার্মিনাল) এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র জানান, ১৯৮৪ সালে সায়দাবাদ বাড় টার্মিনাল নির্মানের পর আর কোন বাস টামিনাল নির্মান হয়নি। যার ফলে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃংখলা নেই।নগর পরিবহন ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনতেই  ঢাকা বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কাঁচপুরে  বাস টার্মিনাল নির্মান হচ্ছে।এ টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার গণপরিবহন চলাচল করবে। এটি নির্মিত হলে ঢাকা সায়দাবাদ টার্মিনাল থেকে নগর পরিবহন সেবায় নিয়োজিত বাস শুধু চলাচল করবে। ঢাকায় যাত্রীরা কাচঁপুর বাস টার্মিনাল এসে দুরপাল্লার বাসে সহজে আসবে নগর পরিবহনে করে।  এছাড়াও রাজধানী ঢাকার বাইরে ঢাকার চারপাশে আন্তজেলা বাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচর সহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মানের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশন। বাসগুলো ঢাকায় বাইরে চলে আসলে রাজধানীতে অনেকাংশে যানজট কমে আসবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শাহানা ফেরদৌসি,দক্ষিন সিটি কর্পোরেশবপর প্রধান নির্বাহী  কর্মকতা সহ অনেকে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button